Skip to main content

Posts

Showing posts from July, 2024

Daily Murli 04-07-2024 Bengali

  Menu  Seasonal Avyakt Murlis  Daily Murli  Night Theme  Download Android App  Download iOS App Language:                   অসমীয়া (Assamese)                   বাংলা (Bengali)                   Deutsch (German)                   ελληνικά (Greek)                   English                   Español (Spanish)                   Français (French)                   ગુજરાતી (Gujarati)                   हिंदी (Hindi)                   Magyar (Hungarian)                   Indonesia (Indonesian)                   Italiano (Italian)                   ಕನ್ನಡ (Kannada)                   한국어 (Korean)                   മലയാളം (Malayalam)                   मराठी (Marathi)                   नेपाली (Nepali)                   Nederlands (Dutch)                   ଓଡ଼ିଆ (Odia)                   Polskie (Polish)                   Português (Portuguese)                   ਪੰਜਾਬੀ (Punjabi)                   Română (Romanian)                   සිංහල (Sinhala)                   தமிழ் (சென்னை)                  

03.07.2024 প্রাত: মুরলী ওম শান্তি "বাপদাদা" মধুবন

  03. 07.2024 প্রাত: মুরলী ওম শান্তি "বাপদাদা" মধুবন "মিষ্টি বাচ্চারা - কলঙ্গীধর (যিনি কলঙ্কিত হয়েছিলেন, তিনিই যোগ্য এবং পূজনীয় হলেন) হওয়ার জন্য নিজের অবস্থা অচল - অটল বানাও, তোমাদের উপর যত কলঙ্ক লাগে, ততই তোমরা কলঙ্গীধর হয়ে ওঠো" প্রশ্নঃ - বাবার আজ্ঞা কি? কোন্ মুখ্য আজ্ঞায় চলা বাচ্চারা হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হয়? উত্তরঃ   বাবার আজ্ঞা হলো - মিষ্টি বাচ্চারা, তোমরা কারোর সঙ্গে খিটখিট করো না । তোমাদের শান্তিতে থাকতে হবে । যদি কারোর তোমাদের কথা পছন্দ না হয়, তাহলে তোমরা চুপ করে থাকো । একে অপরকে বিরক্ত করো না । বাপদাদার হৃদয় সিংহাসনে তখনই অধিষ্ঠিত হতে পারো যখন অন্তরে কোনো ভূত থাকবে না, মুখ থেকে কখনো কোনো মন্দ কথা নির্গত হবে না, মিষ্টি করে কথা বলা যখন জীবনের ধারণা হয়ে যাবে । ওম্ শান্তি । ভগবানুবাচ, আত্ম - অভিমানী ভব,সর্বপ্রথমে অবশ্যই বলতে হবে । এ হলো বাচ্চাদের জন্য সাবধান বাণী । বাবা বলেন, আমি যখন বাচ্চা - বাচ্চা বলি, তখন আমি আত্মাদেরই দেখি, এই শরীর তো পুরানো জুতো । এই শরীর সতোপ্রধান হতে পারবে না । সতোপ্রধান শরীর তো সত্যযুগেই প

02.07.2024 প্রাত: মুরলী ওম শান্তি "বাপদাদা" মধুবন

  02. 07.2024 প্রাত: মুরলী ওম শান্তি "বাপদাদা" মধুবন "মিষ্টি বাচ্চারা ‐ তোমরা এখানে স্মরণে থেকে তোমাদের পাপ দগ্ধ করার জন্য এসেছো, সেইজন্য বুদ্ধিযোগ যেন নিষ্ফল (ব্যর্থ) না হয়ে যায়, এই বিষয়ে সম্পূর্ণ মনোযোগী হতে হবে" প্রশ্নঃ - কোন্ সূক্ষ্ম বিকারও অন্তিমে বিঘ্ন সৃষ্টি করবে? উত্তরঃ   যদি সূক্ষ্ম রূপেও কোনও লোভ বা লালসার বিকার থাকে, কোনও কিছু লোভের বশবর্তী হয়ে একত্রিত করে যদি নিজের কাছে সঞ্চিত করে রেখে দাও, তবে সেটাই অন্তিমে স্মরণে আসবে এবং বিঘ্ন সৃষ্টি করবে । সেইজন্যই বাবা বলেন ‐ বাচ্চারা, নিজের কাছে কিছুই রেখো না । তোমাদের সকল সংকল্পকে গুটিয়ে নিয়ে বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে, সেইজন্য দেহী-অভিমানী হওয়ার অভ্যাস করো । ওম্ শান্তি । বাবা বাচ্চাদের প্রতিদিন স্মরণ করিয়ে দিয়ে বলেন ‐ দেহী-অভিমানী হও, কেননা বুদ্ধি এদিকে-ওদিকে ছুটে বেড়ায় । অজ্ঞান কালে যখন ধর্মীয় গল্পকথা শুনতে তখনও বুদ্ধি বাইরে ছুটে বেড়াতো, এখানেও বুদ্ধি বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ায়। সেইজন্যই বাবা রোজ রোজ বলেন দেহী-অভিমানী হও । তারা ( লৌকিক ধর্ম গুরু) তো বলবে আমরা যা শোনাচ্ছি